
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের পর শূন্য হওয়া তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিন উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল। অন্যদিকে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ফলে তিনিও এখন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। তিনিও এখন তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। পদত্যাগের আগে মাহফুজ দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এবং আসিফ স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।
বুধবার বিকেল পাঁচটায় তাঁরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগ কার্যকর হয়েছে।